আগরতলা, ২৬ মে : ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে আসামের এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাট্টা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ অভিযুক্তকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাট্টা এলাকায় নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষন করেন বকুল বুড়া বয়স ৪০ নামে এক যুবক। তার বাড়ি আসাম রাজ্যের গোলাঘাট এলাকায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ২৫ মে রাতে অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় ধর্ষনে মামলা দায়ের করে। বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে পুলিশ গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় পক্সো এক্টে মামলা গ্রহণ করে পুলিশ। অভিযুক্তকে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে বিশালগড় মহকুমা আদালতের সোপর্দ করে পুলিশ। এদিকে অভিযুক্ত আসাম রাজ্য থেকে এসে ত্রিপুরা রাজ্যের নাবালিকাকে ধর্ষন করে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

