তুরস্ককে সাহায্য নিয়ে শশী থারুরের কেরালা সরকারকে কটাক্ষ, পাল্টা জবাবে সিপিএম নেতা জন ব্রিট্টাস

নয়াদিল্লি, ২৫ মে :২০২৩ সালের বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ককে ১০ কোটি টাকার অর্থসাহায্য দেওয়ায় কেরালা সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা ও এমপি শশী থারুর। সম্প্রতি কেন্দ্রের আন্তর্জাতিক উদ্যোগ অপারেশন সিন্দুর-এর অংশ হিসেবে কার্যরত থারুর সামাজিক মাধ্যম এক্স -এ এক পোস্টে লেখেন, “আশা করি কেরালা সরকার তাদের ভুল স্থানে প্রদত্ত উদারতা নিয়ে এখন ভাববে, বিশেষ করে তুরস্কের সাম্প্রতিক আচরণের পর!”

তিনি আরও বলেন, “ওয়েনাডের মানুষদের এই দশ কোটি টাকা অনেক বেশি কাজে লাগত।”

তুরস্ক অতীতে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সংঘাতে সমর্থন জানিয়েছিল, সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন থারুর।

কেরালার সিপিএম সাংসদ জন ব্রিট্টাস দ্রুত পাল্টা জবাব দিয়ে বলেন, “শশী থারুরের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, তবে তার মন্তব্য বেছে বেছে স্মৃতি হারানোর লক্ষণ।”

তিনি আরও লেখেন, “কেরালাকে আঘাত করা অপ্রয়োজনীয়। থারুর ভালই জানেন, মোদি সরকার নিজেও তুরস্ককে সাহায্য করার জন্য ‘অপারেশন দোস্ত’ চালু করেছিল। তাহলে কেরালার সমালোচনা কেন?”

তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ানোয় ভারতের জনমানসে ওই দেশের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। অনেক ভারতীয় পর্যটক তুরস্ককে ছেড়ে অন্য গন্তব্য বেছে নিচ্ছেন। ব্যবসায়িক ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে—বহু ভারতীয় বণিক সংগঠন তুরস্কের পণ্যের বয়কট ঘোষণা করেছে এবং দেশে চলা তুরস্ক-ভিত্তিক সংস্থাগুলির কার্যক্রমও থমকে গেছে।

এই প্রেক্ষাপটে কেরালার সাহায্য নিয়ে বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। কেন্দ্র ও রাজ্যের নীতির দ্বন্দ্বের মাঝে মানবিকতার চেয়ে রাজনীতি প্রাধান্য পাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।