দিল্লি বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়া নিয়ে রাজনৈতিক তরজা, আবহাওয়া দপ্তরের লাল সতর্কবার্তা জারি

নয়া দিল্লি, ২৫ মে: রবিবার ভোরে প্রবল বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা হাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাউনির একটি অংশ জলচাপে ফেটে পড়ে এবং ভেঙে পড়ে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসসহ একাধিক বিরোধী দল মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কটাক্ষ করেছে।

কেরালা কংগ্রেস একটি ভিডিও শেয়ার করে জানায়, বৃষ্টির কারণে বিমানবন্দরের ছাউনির মাঝখানে জল জমে ‘বোল’-এর মতো আকৃতি ধারণ করে এবং এক পর্যায়ে চাপে ছাউনি ফেটে পড়ে।

ঘটনার পর দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড এক বিবৃতিতে জানায়, ‘‘এটি একটি প্রাকৃতিক নকশাগত প্রতিক্রিয়া। টার্মিনালের বাইরের টেনসাইল ফ্যাব্রিক অংশটি চাপে সামান্য পরিবর্তিত হয়ে অতিরিক্ত জল ছড়িয়ে দেয়। এতে কোনও কাঠামোগত ক্ষতি বা অন্য কোনও অংশে প্রভাব পড়েনি।’’

ডায়াল আরও জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিমান পরিষেবা চালু রাখা হয়েছে।

এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর আগেই দিল্লি ও সংলগ্ন রাজ্যগুলিতে ধুলিঝড়, বজ্রবিদ্যুৎ ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে ৬০-১০০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে লাল সতর্কবার্তা জারি করেছিল।

উল্লেখ্য, গত বছর জুন মাসেও একই ধরনের একটি ঘটনায় টার্মিনাল ১-এর ছাদ ধসে পড়ায় একজনের মৃত্যু এবং পাঁচজন আহত হন। সেই সময় একাধিক বিমান বাতিল হয় ও পরিষেবা অন্য টার্মিনালে স্থানান্তরিত করা হয়।

এবারের ঘটনার পর আবারও কেন্দ্র সরকারকে নিশানা করে বিরোধীরা দুর্নীতির অভিযোগ তোলে। কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল এই ঘটনাকে ‘প্রকৌশলগত ব্যর্থতা এবং দুর্নীতির ফল’ বলেও মন্তব্য করেছে।