নয়াদিল্লি, ২৫ মে: হেলগাঁও সন্ত্রাসী হামলার পর ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সীমান্তপারে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে সুনির্দিষ্ট ও সুষম প্রতিক্রিয়া জানানোর পর, ভারতের বার্তা আন্তর্জাতিক মহলে পৌঁছাতে একাধিক সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে বেরিয়েছে।
কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে পৌঁছানো প্রতিনিধি দল নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটে আলোচনায় জানিয়েছেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ চায়, কিন্তু ভারত ২১শ শতকের জন্য উন্নয়ন ও নাগরিক জীবনের মানোন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তাঁরা উল্লেখ করেন, ভারত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী লঞ্চপ্যাড ও ঘাঁটি লক্ষ্য করে সফলভাবে আঘাত হেনেছে।
প্রতিনিধি দলটি ৯/১১ স্মৃতিস্তম্ভ পরিদর্শন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন সফরের পর তারা গায়ানা, পানামা, ব্রাজিল ও কলম্বিয়ায় যাবেন।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। ভারতীয় রাষ্ট্রদূত বিপুল বিমানবন্দরে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান।
ডিএমকে সাংসদ কানিমোঝির নেতৃত্বাধীন দল রাশিয়ার মস্কো সফর সফলভাবে শেষ করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। টাস, ভেদোমস্তি ও আরবিসি-সহ শীর্ষস্থানীয় রুশ সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় তারা সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের কৌশল এবং মানবিক মুখোশ ব্যবহার করে সন্ত্রাস ছড়ানোর প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দল টোকিও থেকে সিউলে পৌঁছেছে। তারা কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিক, জাতীয় সংসদের সদস্য ও বিশ্লেষকদের সঙ্গে ভারতীয় অবস্থান তুলে ধরবে।
শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে প্রতিনিধি দল ইউএই সফর শেষে কঙ্গো পৌঁছেছে। তারা সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার জন্য ইউএই-কে ধন্যবাদ জানিয়েছে।
বিজেপি সাংসদ বিজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে বাহরিনে পৌঁছানো প্রতিনিধি দলকে ভারতীয় রাষ্ট্রদূত স্বাগত জানান। তারা বাহরিনে সীমান্ত পেরিয়ে চালানো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরবে।
বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সপ্তম প্রতিনিধি দল ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি ও ডেনমার্ক সফরে রওনা হয়েছে। তিনি বলেন, “এই দলটি দেশের বিভিন্ন অংশ থেকে আগত, যারা এক ভাষায় বিশ্বের সামনে ভারতের বার্তা তুলে ধরবে।”

