দক্ষিণ গোকুলনগরে মন্ত্রী বিকাশ দেববর্মার মতবিনিময় সভা : অনাবাদি জমিতে চাষে সরকারিভাবে সহায়তার আশ্বাস

আগরতলা, ২৫ মে : দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের চিন্তা কুমার মৌসুমপাড়া এলাকায় অনুষ্ঠিত এক উন্মুক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে কৃষি উন্নয়ন ও জনসাধারণের সমস্যার বাস্তব চিত্র তুলে ধরেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এই উদ্যোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সরব উপস্থিতি সভাটিকে রূপ দেয় এক গণশুনানিতে।

সভায় অংশগ্রহণকারী নাগরিকরা দীর্ঘদিনের বিভিন্ন অভাব-অভিযোগ তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল অনাবাদি কৃষিজমির সমস্যা। সভা শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা সরেজমিনে এলাকা পরিদর্শনে বেরিয়ে দেখেন, বহু কৃষিজমি পতিত অবস্থায় পড়ে আছে। কৃষকদের সঙ্গে কথোপকথনে জানা যায়, মূলত আর্থিক অসচ্ছলতা ও সরকারি সহায়তার অভাবে এসব জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রী আশ্বাস দেন, খুব শীঘ্রই রাজ্য সরকার কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ও চাষাবাদের উপযোগী সহায়তা প্রদান করবে। তিনি বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। জমি পতিত পড়ে থাকা মানে সামগ্রিক ক্ষতি। এই সমস্যার স্থায়ী সমাধানে আমরা সক্রিয়ভাবে কাজ করব।”

সভায় আরও উঠে আসে অবকাঠামোর অভাব, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, পানীয় জলের সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বৃদ্ধ ও বিধবা ভাতার জটিলতা এবং কর্মসংস্থানের অভাবের মতো নানা জনজীবনঘনিষ্ঠ সমস্যা। প্রতিটি বিষয়ে মন্ত্রী মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত অবহিত করে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “আমি শুধু একজন মন্ত্রী নই, আপনাদের সাথী। কথা বলুন, আমি শুনছি—আমি আছি। এই অঞ্চলকে উন্নত ও স্বনির্ভর করতে আমরা সকলে মিলে এগিয়ে যাব।”

এদিনের মতবিনিময় সভা এবং এলাকায় সরাসরি পরিদর্শন প্রমাণ করে, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় পৌঁছে সমস্যা শুনতে এবং সমাধানে পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রীর এই আন্তরিক যোগাযোগ ও আশ্বাসে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।