আসাম-অরুণাচল সীমান্ত থেকে নিষিদ্ধ উলফা(আই)-এর ‘অপারেশনাল কমান্ডার’ রূপম অসম গ্রেপ্তার

গুয়াহাটি, ২৪ মে : আসাম ও অরুণাচল প্রদেশের সীমানা ঘেঁষা জঙ্গল থেকে নিষিদ্ধ উলফা (স্বাধীন) বা উলফা(আই)-এর ‘অপারেশনাল কমান্ডার’ রূপম অসমকে গ্রেপ্তার করল আসাম পুলিশ। শুক্রবার, ২৪ মে রাতে আসাম পুলিশ, আসাম রাইফেলস এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী -এর যৌথ অভিযানে তাকে ধরা হয়।

পুলিশ সূত্রে খবর, রূপম অসম দীর্ঘদিন ধরে আসামের বিভিন্ন জেলায় উলফা(আই)-এর হয়ে চাঁদাবাজির র‍্যাকেট চালাচ্ছিল এবং পূর্ব আসামে সংগঠনটির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। ২০১৮ সালে বোর্দুমসা থানার অফিসার ইন চার্জ ভাস্কর কলিতা হত্যাকাণ্ডে তার নাম রয়েছে, এবং ওই ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা তাকে অভিযুক্ত করে চার্জশিটও দাখিল করেছে।

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, “রূপম অসম হল পূর্ব আসামে চাঁদাবাজির প্রধান মুখ। আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল যে সে এবং তার দল আসাম-অরুণাচল সীমান্তের একটি জঙ্গলে আত্মগোপন করে ছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

রূপম এবং তার দল দীর্ঘদিন ধরেই আন্তঃরাজ্য সীমান্তে লুকিয়ে থেকে অবৈধ তৎপরতা চালিয়ে যাচ্ছিল বলে পুলিশের দাবি। বর্তমানে ওই সীমান্ত অঞ্চলে উলফা(আই)-এর অন্যান্য সদস্যদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ উলফা(আই) এখনও রাজ্যের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলেছে।