আবারো উত্তর জেলায় দুঃসাহসিক ডাকাতি

আগরতলা, ২৪ মে : আবারো উত্তর জেলায় দুঃসাহসিক ডাকাতি।গতকাল গভীর রাতে ফের ডাকাত দল কদমতলা থানা এলাকার পশ্চিম ইচাইলালছড়া পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ নাথের মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব নিয়ে যায়। যদিও এই মর্মে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, উত্তর জেলার কদমতলা এবং চুড়াইবাড়ি থানা এলাকায় ক্রমবর্ধমান ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ির ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের শনিবার গভীর রাতে ডাকাত দল হানা দিল কদমতলা থানার পশ্চিম ইচাইলালছড়া পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকার আশুতোষ নাথের বাড়িতে। এদিন বাড়ির লোকজনদের হাতে পায়ে ও মুখে বেধে এবং গৃহকর্তার মাথায় বন্দুক ও গলায় ছুরি ঠেকিয়ে নগদ ৩৩,২০০ টাকা সহ ২টি মোবাইল ফোন এবং তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দল। যদিও এই মর্মে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ।