ভুবনেশ্বর, ২৩ মে: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সাবিত্রী অমাবস্যার সরকারী ছুটির দিন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। পূর্বনির্ধারিত ২৭ মে’র পরিবর্তে এবার এই ছুটি পালন করা হবে ২৬ মে, ২০২৫ তারিখে।
এই সিদ্ধান্তটি মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদনের পরে গৃহীত হয়েছে এবং তা পুরীর প্রখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান মুক্তি মণ্ডপ ও অন্যান্য পঞ্জিকা বিশেষজ্ঞদের মত অনুযায়ী ধর্মীয়ভাবে সঠিক দিন অনুসারে নির্ধারিত হয়েছে।
সাবিত্রী অমাবস্যা, যা ওড়িশার বিবাহিত নারীদের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন—এদিন তারা স্বামীর দীর্ঘজীবনের জন্য ব্রত ও উপবাস পালন করেন। প্রাথমিকভাবে সরকার ২৭ মে ছুটি ঘোষণা করলেও, ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে স্পষ্ট হয়েছে যে উৎসবটি ২৬ মে পালনযোগ্য।

