রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নয়টি দোকান

আগরতলা, ২৩ মে : রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে নয়টি দোকান। ওই ঘটনায় উত্তর জেলার কদমতলার আমতলা বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই ছয়টি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুনে জলতে দেখা যায় আমতলা বাজারের ছয়টি দোকান। সাথে সাথে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিস ও কদমতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসতে ঘন্টাখানেক দেরি হওয়াতে সম্পূর্ণরূপে ভস্মিভুত হয়ে যায় দোকানগুলো। আগুনে পুড়ে যাওয়া এক কাপড় দোকানের মালিক আব্দুল হান্নান জানান কদমতলা রানিবাড়ি সড়কটির অত্যন্ত দুরবস্থা তাই দমকলের ইঞ্জিন আসতে ঘন্টাখানেক দেরি হওয়ায় আগুনের লেলিহান শেখা থেকে দোকানগুলোকে রক্ষা করা যায়নি। আগুনে পুড়ে ছাই হয়েছে সোয়াব উদ্দিন ও নুর উদ্দিনের বাজে মালের দোকান। সাথে ছিল একটি সেলুন ফার্মেসি ও একটি হোলসেলের হাগিজের দোকান। ছয়টি দোকানের মালিকের কাছ থেকে জানা যায় সবমিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকানিরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছ থেকে জানা যায় আগুন লাগার খবর পেয়ে যখন তারা বাজারে আসেন তখন বিদ্যুৎ ছিল বিদ্যুতের লাইনটি কাটা হয়নি। এবং তাদের দোকানে উন্নত মানের এমসিবি লাগানো রয়েছে। বিদ্যুৎ গুলো যুগের কারণে আগুন লাগা সম্ভব নয়। তাই তারা কদমতলা থানার পুলিশের নিকট আবেদন জানিয়েছেন এই আগুন লাগার ঘটনাটি সুষ্ঠ ভাবে তদন্ত করার জন্য। পুলিশ আগুন লাগার ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।