আগরতলা, ২৩ মে : পাচারকালে গবাদি পশু বোঝাই গাড়ি আটক করেন এলাকাবাসী। পরবর্তী সময়ে গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়ির চালক এবং সহ চালককে মারধর করেন এলাকাবাসী। ওই ঘটনায় গতকাল রাতে কৈলাসহর ধনবিলাস তেরাপাশা এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার দুপুর বেলা উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, যে বৃহস্পতিবার রাত্রিবেলা টিআর০২এইচ১৯১১ নম্বরের একটি গাড়ি ৫টি গরু নিয়ে ফটিকরায়ের দিক থেকে কৈলাসহরের উদ্দেশ্যে আসছিল, ধনবিলাস তেরাপাশা এলাকায় আসার পর গাড়িটিকে স্থানীয়রা আটক করে এবং গাড়িতে ভাঙচুর চালায় পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেনকে মারধুর করে এলাকাবাসী। যার ফলে ওরা আহত হয় বর্তমানে ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওদের বাড়ি ফটিকরায় থানার অধীনে।
পরবর্তী সময় ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি নির্মল পাল এবং দিলওয়ার হোসেনের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও সেই গরুগুলির প্রকৃত মালিক বলে এখন পর্যন্ত কেউ দাবি করেনি যার কারণে কৈলাসহর থানার পুলিশ সেই গরুগুলিকে গুরকনাথ গোশালায় প্রেরণ করেছে, পাশাপাশি সেই গাড়িটিকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে উক্ত গাড়িটি।
সম্ভবত সেই গরুগুলি পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছিল ওরা বলে অনেকের ধারণা তবে যাই হোক এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

