আগরতলা, ২৩ মে : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়ির চালকের। ওই ঘটনায় খোয়াই বাচাইবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আগরতলা থেকে শিলচর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এনএল০১এসি গাড়িটি। সেই সময় ধর্মনগর থেকে আগরতলা আসার পথে টিআর০৫সি১৫১০ মালগাড়িটি রাস্তায় দাড় করা অবস্থায় ছিল। তখন সময় শিলচর যাওয়ার গাড়িটি রাস্তার ধার করানো গাড়িটিকে ধাক্কা দেয়। সাথে সাথে এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা করে দেখেন গাড়ির ড্রাইভার ইসমাইল মিয়া(৪১) মৃত বলে ঘোষণা করেন।

