আগরতলা, ২৩ মে: কমিউনিস্টদের চিন্তাভাবনা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী। দেশের মধ্যে কোনও জায়গা দেওয়া উচিত নয় তাঁদের। তাঁদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কোনো অধিকার নেই। আজ ছত্তিশগড়ে মাওবাদী নিধনে সিপিএম পলিটব্যুরোর বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।
প্রসঙ্গত, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিটব্যুরো তরফে বিবৃতি জারি করা হয়েছিল। তাতে লেখা হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ছত্তিশগড়ে তাদের সাধারণ সম্পাদক নাম্বালা কেশভারও সহ ২৭ জন মাওবাদীর এনকাউন্টারের তীব্র নিন্দা জানিয়েছে। সিপিএমের অভিযোগ, মাওবাদীরা আলোচনার জন্য বারবার আবেদন করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-নেতৃত্বাধীন ছত্তিশগড় রাজ্য সরকার আলোচনার মাধ্যমে সমাধান না করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে, তারা হত্যা ও ধ্বংসের অমানবিক নীতি অনুসরণ করছে।
আরও বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতি এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আলোচনার প্রয়োজন নেই তা একটি ফ্যাসিবাদী মানসিকতাকে প্রতিফলিত করে যা মানুষের জীবন কেড়ে নেওয়ার আনন্দ উদযাপন করে এবং গণতন্ত্রের বিরুদ্ধে।
অনেক রাজনৈতিক দল এবং সচেতন নাগরিক সংলাপের অনুরোধ বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। মাওবাদীদের রাজনীতির বিরুদ্ধে আমাদের বিরোধিতা সত্ত্বেও, আমরা সরকারকে অবিলম্বে তাদের আলোচনার অনুরোধ গ্রহণ করার এবং সমস্ত আধাসামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ছত্তিসগড়ে মাওবাদী শীর্ষ নেতা কেশবরাও ওরফে বাসবরাজ সহ অন্য মাওবাদীদের নিহতের ঘটনায় সিপিআইএমের পলিটব্যুরোর বিবৃতি ইস্যুতে তীব্র সমালোচনায় সরব হলেন
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন। এদিন শ্রী দেব বলেন, সিপিআইএম এই বিবৃতি জারি করে প্রমাণ করেছে তাঁরা রাষ্ট্র বিরোধী এবং দেশ বিরোধী।কমিউনিস্ট পার্টিকে দেশের মধ্যে কোনও জায়গা দেওয়া উচিত নয়। তাঁদের কোনও অধিকার নেই রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যাওয়ার এবং আবেদন করার।
এদিন তিনও আরও বলেন, দীর্ঘদিন ধরে ছত্তিসগড়ের মাওবাদীরা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। আজ সিপিএম তাঁদের পক্ষে সুর মিলিয়েছেন। তাতেই স্পষ্ট তাঁরা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী। তাঁদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কোনো অধিকার নেই, বলে দাবি করেন তিনি।

