ইমফল, ২২ মে: মণিপুরে সাংবাদিকদের নিরাপত্তা বাহিনীর হাতে হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন। গত ২০ মে ইমফল পূর্ব জেলার গওলতাবি চেকপয়েন্টে ৪র্থ মহা রেজিমেন্টের নিরাপত্তা কর্মীরা একটি সরকারি পরিবহন বাসে যাত্রারত একদল অনুমোদিত সাংবাদিককে “মণিপুর রাজ্য পরিবহন” লেখা লুকিয়ে রাখার নির্দেশ দেয়। ঘটনাটিকে “অগ্রহণযোগ্য ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন।
জানা যায়, সাংবাদিকদের দলটি ডিরেক্টোরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস -এর ব্যবস্থাপনায় উখরুলে অনুষ্ঠিত শিরুই লিলি উৎসব কাভার করতে যাচ্ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর এমন আচরণের প্রতিবাদে তারা মাঝপথেই সংবাদ কভারেজ বাতিল করে ইমফল ফিরে আসেন।
ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন সভাপতি গীতার্থ পাঠক বলেন, “এই ঘটনা শুধু সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত নয়, বরং মণিপুর রাজ্যের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলে। নিজের রাজ্যের পরিচয় গোপন করতে বাধ্য করা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী।”
ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন এই ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ হিসেবে বর্ণনা করে জানিয়েছে, এ ধরনের কাজ সংবাদপত্রের স্বতন্ত্রতা ও তথ্য পাওয়ার অধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে।
ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন-র সেক্রেটারি জেনারেল ও আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সাবিনা ইন্দেরজিত বলেন, “মণিপুরে সাংবাদিকদের হয়রানির এই ঘটনা একটি চিন্তাজনক প্রবণতার অংশ, যা সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। নিরাপত্তা বাহিনীর উচিত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।”
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন, এডিটরস গিল্ড অফ মণিপুর, উখরুল জেলা সাংবাদিক ইউনিয়ন, ও সাংসদ অঙ্গোমচা বিমোল আকোজাম।
জনমতের চাপে মণিপুর সরকার ২১ মে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন এই পদক্ষেপকে স্বাগত জানালেও দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অনুরোধ করেছে, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে হবে এবং বিশেষত সংবেদনশীল অঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে হবে।
সংগঠনটি জানিয়েছে, তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনও প্রকার হস্তক্ষেপ না হয়, তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

