নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কোর্টে সদস্য হিসেবে নিযুক্ত হলেন সাংসদ ফ্যাংনন কোন্যাক

নাগাল্যান্ড, ২২ মে: রাজ্যসভার সাংসদ ও নাগাল্যান্ডের প্রতিনিধিত্বকারী এস. ফ্যাংনন কোন্যাক-কে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কোর্টে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-এর মনোনয়নের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হয়।

নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই নিয়োগের ফলে ফ্যাংনন কোন্যাক এখন বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণে সরাসরি ভূমিকা পালন করতে পারবেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ১৯৮৯ সালের নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় আইন-এর কাঠামোর অধীনে বিদ্যমান নীতি ও কর্মসূচি পর্যালোচনার পরিকল্পনা রয়েছে তার।

কোন্যাক এই দায়িত্ব গ্রহণ করে স্পষ্ট বার্তা দিয়েছেন—তিনি বিশ্ববিদ্যালয়টির জাতীয় মানচিত্রে গুরুত্ব ও অবস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।

বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই একাধিক বিশিষ্ট প্রাক্তনী তৈরি করেছে, যারা এখন দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ও পেশাগত দায়িত্বে নিযুক্ত। সেই ভিত্তিকে কাজে লাগিয়ে কোন্যাক শিক্ষার মানোন্নয়ন এবং প্রগতিশীল নীতি প্রয়োগে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দিয়েছেন।

বর্তমান সময়ে যখন আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলি জাতীয় স্তরের প্রতিষ্ঠানগুলির সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি, তখন সংসদীয় প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন শিক্ষা মহল।