গুয়াহাটি , ২২ মে: গণেশগুড়ি ফ্লাইওভারের নিচে দিনের আলোয় ঘটে গেল এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। দুই মহিলা একটি ধারালো অস্ত্র দেখিয়ে একজন যুবক শ্রমিকের কাছ থেকে নগদ ১৮,০০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটার পরই ডিসপুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
ভুক্তভোগী সাহিল বাসফোর, যিনি কাজের খোঁজে তিনসুকিয়া থেকে গুয়াহাটি এসেছিলেন, জানান যে অভিযুক্ত জনমনি বেগম প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণের ছলে তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে ফ্লাইওভারের নিচে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগেই ওঁত পেতে ছিল অপর অভিযুক্ত, আমিনা বেগম।
দুজন একত্রে সাহিলকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা টাকা দাবি করে। আতঙ্কিত সাহিল বাধ্য হয়ে ১৮,০০০ টাকা তাদের হাতে তুলে দেয়।
ডিসপুর থানার পুলিশ অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে এবং রাতের অভিযান চালিয়ে অভিযুক্ত জনমনি বেগম (মাঙ্গলদই-এর বাসিন্দা) ও আমিনা বেগম (চয়গাঁও-এর বাসিন্দা)-কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সশস্ত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গুৱাহাটীবাসীর মধ্যে চরম নিরাপত্তা-চিন্তা ছড়িয়ে পড়েছে। পূর্ব গুয়াহাটির অপরাধ বিভাগের ডেপুটি কমিশনার জানান, “আজ শুধু মহিলারাই নয়, পুরুষরাও আর গুয়াহাটি শহরে নিরাপদ নন।” তিনি আরও বলেন, ব্যস্ত এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।
গণেশগুড়ি ফ্লাইওভারের নিচের এলাকাটি সাধারণত মানুষের ভিড়ে মুখরিত থাকে। এখন সেই এলাকায় পুলিশ টহল আরও বাড়ানো হয়েছে এবং শহরের প্রধান ট্রানজিট পয়েন্টগুলিতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

