আগরতলা, ২২ মে : অসংগঠিত শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। শ্রমিকরা তাঁদের দাবী পূরনের লক্ষ্যে আগেও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু কাজের কাজ হয়নি। তাই দাবি আদায়ের লক্ষ্যে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা। আজ অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কারস কংগ্রেসের রাজ্য সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
আজ রাজধানীর সখীচরণ স্কুলে অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কারস কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কারস কংগ্রেসের চেয়ারম্যান ডাঃ অদিত রাজ। সন্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন রাজ্যের অসংঘটিত শ্রমিকরা তাদের দাবী পূরনের লক্ষে এর আগেও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
তিনি আরও বলেন, ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের অবস্থা খুবই করুণ। তাঁরা সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতদিন যাবৎ তাঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। দাবি আদায়ের লক্ষ্যে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

