খোয়াই যুব কংগ্রেসের রক্তদান শিবির ঘিরে ব্যাপক সাড়া

খোয়াই, ২১ মে: প্রয়াত প্রধানমন্ত্রী ও ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীজীর শহীদ দিবস উপলক্ষে খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে আজ কংগ্রেস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন ও রাজীব গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই যুব কংগ্রেসের নেতা টিংকু মোদক, খোয়াই জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, রাজীব গান্ধীজীর আদর্শকে সামনে রেখে সমাজসেবামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।