লন্ডন/ব্রাসেলস, ২১ মে: গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং ইজরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষিতে ব্রিটেন ইজরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয়ে ইজরায়েলি কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় ইজরায়েলের সামরিক পদক্ষেপকে “অযৌক্তিক” বলে আখ্যায়িত করে বলেছেন, “গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইজরায়েলের বাধার কারণে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।” পাশাপাশি, পশ্চিম তীর অঞ্চলে অবৈধভাবে বসবাসকারী এবং সহিংসতায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্রিটেন ইতিমধ্যে পশ্চিম তীরে জবরদখলকারী তিন ব্যক্তি এবং চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডেভিড ল্যামি আরও বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করে অন্য দেশে বসবাস করানোর বিষয়ে ইজরায়েলের এক মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য “চরমভাবে বিপজ্জনক”।
অন্যদিকে, ইজরায়েল ব্রিটেনের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। ইজরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনও বিদেশি চাপের ফলে তাদের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনবে না।
এদিকে, ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইজরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইজরায়েলের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ইইউ-র মোট বাণিজ্যের প্রায় ৩২ শতাংশ ইজরায়েলের সঙ্গে হয়ে থাকে।

