গুয়াহাটি /শ্রীভূমি, ২১ মে: আসাম প্রদেশ কংগ্রেসে ৪ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এর জেরে মঙ্গলবার শ্রীভূমির ইন্দিরা ভবনে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয় পুরোপুরি বন্ধ ছিল। অভিযোগ কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এক কংগ্রেস নেতা ও এক প্রার্থী-আকাঙ্ক্ষীর মধ্যে আর্থিক লেনদেনের চিত্র দেখা যাচ্ছে বলে দাবি।
সূত্রের খবর, লক্ষীমপুর জেলা পরিষদের আসনের প্রার্থী না পাওয়া আছান চৌধুরী অভিযোগ করেছেন যে, তিনি আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীকে ৪ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন মনোনয়নের বিনিময়ে। কিন্তু টাকা দেওয়ার পরও তিনি মনোনয়ন পাননি, এবং বহুবার চেষ্টা করেও আমিনুর রশিদের সঙ্গে আর যোগাযোগ স্থাপন করতে পারেননি।
ভাইরাল হওয়া ভিডিও ও ফোনালাপের অডিও ক্লিপে টাকা ফেরতের অনুরোধের কথাও উঠে এসেছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে, এবং এই ঘটনার পর আছান চৌধুরী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন আমিনুর রশিদের বিরুদ্ধে।
এই কেলেঙ্কারির প্রভাবে আসাম কংগ্রেসের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। মঙ্গলবার ইন্দিরা ভবনের কার্যালয় বন্ধ থাকাটা তারই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। শ্রীভূমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে দলের নিচুতলার কর্মীদের মনোবলে বড়সড় ধাক্কা লাগবে।”
তিনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। কেলেঙ্কারি কেবল দলের ভাবমূর্তি নয়, আসন্ন নির্বাচনের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে ফেলেছে।

