ডেরগাঁও/গোলাঘাট, ২১ মে: আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ডেরগাঁও-এর লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। নিরাপত্তা, অর্থনীতি, পরিকাঠামো ও সংস্কৃতি সংক্রান্ত নানা খাতে রাজ্য সরকার বড় পদক্ষেপ নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, রাজ্যে পেইড পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) স্কিম চালু করা হচ্ছে। যাঁদের জীবনে বাস্তবিক হুমকি রয়েছে, তাঁরা এখন সরকার-নিয়োজিত নিরাপত্তারক্ষী পেতে পারেন ৭৫,০০০ টাকা প্রদানের মাধ্যমে। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা চেয়ে আসছেন, তাঁদের জন্য এই ব্যবস্থা।”
মেঘালয়ের অনুকরণে এবার আসামেও ‘কনসার্ট ইকোনমি’ গড়ে তুলতে বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিসেম্বরে গুয়াহাটি, ডিব্রুগড় ও যোরহাটে মেগা কনসার্টের আয়োজন করবে রাজ্য সরকার। শর্মা বলেন, “আসাম পিছিয়ে পড়লে সম্ভাবনাময় এই ক্ষেত্র হাতছাড়া হয়ে যাবে।”
চা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সুখবর। আসন্ন দুর্গাপূজার আগেই, ১ অক্টোবর ২০২৫ থেকে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ₹২৫০ করা হবে। এটি ছিল দীর্ঘদিনের দাবি।
রাজ্যের ২৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে নুমালিগড় রিফাইনারিতে। এই পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকার ২০৫ কোটি টাকা বিনিয়োগ করছে।
ডিব্রুগড়ে ₹২৮৪ কোটি টাকা ব্যয়ে নতুন অসম বিধানসভা ভবনের নির্মাণ অনুমোদন পেয়েছে। এতে ১,০০০ আসন বিশিষ্ট সভাকক্ষ এবং বিধায়কদের জন্য আবাসিক সুবিধা থাকবে।
সঙ্গে ডিব্রুগড়ের খানিকার স্টেডিয়ামকে রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে, যার ধারণক্ষমতা হবে ৩৫,০০০।
একাডেমির দ্বিতীয় দফা উন্নয়নে ₹২২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষণরত অফিসারদের জন্য আবাসিক ভবন ও অন্যান্য সুবিধা তৈরি করা হবে।

