ভিয়েতনামে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা: হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

হানোই, ২০ মে: ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী সকল হাসপাতালকে কোভিড-১৯ রোগীর সম্ভাব্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রয়োজনীয় অবকাঠামো, আইসোলেশন সুবিধা এবং চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ভিয়েতনাম নিউজ এজেন্সি’র বরাতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে শ্বাসতন্ত্র-জনিত সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি, গুরুতর অসুস্থ রোগী এবং বয়স্কদের রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ভিয়েতনামের ২৭টি প্রদেশ ও শহরে মোট ১৪৮টি নতুন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে, ১৪ মে তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে সতর্ক থাকার এবং কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানায়। বিশ্বব্যাপী নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এবং প্রতিবেশী দেশ থাইল্যান্ডে সংক্রমণ বৃদ্ধির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে।
গত তিন সপ্তাহে দেশটিতে সাপ্তাহিক গড়ে ২০টি করে নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে, যা একটি ধীরে ধীরে সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। সাম্প্রতিক ছুটির সময়কালীন ভ্রমণ ও সামাজিক কার্যকলাপ বৃদ্ধির কারণে আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯ হলো একটি সংক্রামক রোগ যা সার্স- কোভিড-২ ভাইরাস দ্বারা সৃষ্ট। সাধারণত আক্রান্তরা হালকা বা মাঝারি মাত্রার শ্বাসতন্ত্রের উপসর্গ নিয়ে সুস্থ হয়ে ওঠেন, তবে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসা সেবা প্রয়োজন হয়।
সংক্রমণ প্রতিরোধের জন্য মাস্ক পরিধান, জনসমাগম এড়িয়ে চলা, বারবার হাত ধোয়া, এবং টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। অসুস্থ বোধ করলে বাড়িতে থেকে আইসোলেশনে থাকার নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়।