ই-রিক্সা উল্টে গিয়ে দুর্ঘটনায় আহত তিন

আগরতলা, ২০ মে: ধর্মনগরের বটোরাশি এলাকায় ইরিক্সা দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছে। দমকল বাহিনী আহতদের উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে ভর্তি করিয়েছে।

ঘটনা সম্পর্কে দমকল কর্মীর কাছ থেকে জানা যায়, আজ সকাল দশটা নাগাদ দমকল দপ্তরে খবর আসে ধর্মনগর মহকুমার বটরশি এলাকার জোর কালভার্ট সংলগ্ন স্থানে একটি ই রিক্সা রাস্তার মধ্যে উল্টে যায়। সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আহতরা রাস্তার মধ্যে বসে আছে। আহত তিন ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। দমকল কর্মীর কাছ থেকে ই রিক্সার নম্বর এবং আহতদের পরিচয় পাওয়া যায়। আহতদের নাম রতন পাল(৪১), বাড়ি লাল ছড়া ধুপির বন্ধ, মেরি রাংখল(৪৩), বাড়ি শিলং এবং ই রিক্সা চালক বিজয় পাল(৫৯), বাড়ি লালছড়া ধুবিরবন্ধ। ইরিক্সা চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।