আগরতলা, ২০ মে: রাবার চুরি করার সময় চোরকে আটক করতে না পারলেও তার অটো গাড়ি আটক করে সে গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয় আমজনতা। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ সেই অটো গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় মধুপুর থানায়। যদিও অভিযুক্ত চোর রাজু সরকারকে গ্রেপ্তার করতে পারেনি মধুপুর থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক মাস যাবত মধুপুর বাজার সহ মধুপুর জাম চৌমুহনী এলাকায় বিভিন্ন জায়গায় বারবার চুরি হচ্ছে। কিন্তু একটি চুরির ঘটনায়ও মধুপুর থানার পুলিশ কিংবা এলাকার জনগণ সেই চোরের হদিস পাচ্ছিল না। গত কয়েকদিন পূর্বেও মধুপুর জামচৌমুহনী এলাকায় হরিপদ সাহার রাবার দোকানে প্রচুর পরিমাণে রাবার চুরি করে নিয়ে গিয়েছিল একদল চোর। শেষ পর্যন্ত হরিপদ সাহা সিদ্ধান্ত নেই এখন থেকে রাত্রি বেলা প্রহরাদারের ব্যবস্থা করবে। যথারীতি কয়েকজন মিলে রাত্রিবেলা প্রহরা দিচ্ছিল।
সোমবার রাত আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ একটি অটো গাড়ি করে যার নম্বর টিআর ০৭- এ – ৩৩৬৯ মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকার রাজু সরকার নামে এক যুবক জাম চৌমুহনী এলাকার হরিপদ সাহার দোকানের পাশে আসে। ঐ সময় রাজু সরকার গাড়িটি রেখে একটি মই নিয়ে ঘরের পেছন দিক দিয়ে ছাদের উপরে উঠে। উপর দিক দিয়ে একটি দরজা রয়েছে সেই দরজাটি খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে। এমন সময় পাহারা দেওয়া যুবকরা টের পেয়ে দৌড়ে আসে। কিন্তু রাজু সরকার ছাদের উপর থেকে ইট দিয়ে যুবকদের উপর আঘাত করতে থাকে। যার পরিপ্রেক্ষিতে কয়েকজন আহত হয়। কিন্তু রাতের অন্ধকারে ছাদের উপর থেকে চতুর্দিকে ইট মেরে লাফ দিয়ে নিচে পড়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই রাজু সরকার। যুবকদের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে তাকে না পেয়ে উত্তেজিত জনতা তার গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয়।
এদিকে মঙ্গলবার দুপুরবেলা হরিপদ সাহার বাড়ির পক্ষ থেকে মধুপুর থানায় তার বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে। যদিও পুলিশ তার সন্ধানে মাঠে নেমেছে। কিন্তু গ্রেফতার করতে পারেনি। তবে হরিপদ সাহার পরিবারের অভিযোগ আরো অনেকে এই চুরি কাজের সাথে জড়িত রয়েছে। রাজু সরকারকে গ্রেফতার করতে পারলে অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে। নিত্যদিন এই এলাকায় যেভাবে চুরি সংগঠিত হচ্ছে পুলিশ যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে হয়তো কিছুটা কমাতে পারবে। তবে চোর রাজু সরকারের কঠোর শাস্তির দাবি রাখলেন এলাকার জনগণসহ হরিপদ সাহার পরিবার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজু সরকারের প্রতি ছিছি রব উঠেছে।

