মদমত্ত অবস্থায় গাড়ি দিয়ে পথচারীকে পিষে মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

তেলিয়ামুড়া, ২০ মে: মদমত্ত অবস্থায় ব্যক্তিগত গাড়ি দিয়ে নিরীহ এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার মত চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগরের বাসিন্দা জনৈক ভরত দেবনাথের সরকারি কর্মচারী ছেলে সুশান্ত দেবনাথের বিরুদ্ধে।

গতকাল রাত্রি আনুমানিক সাড়ে দশটা নাগাদ বয়স ৪০ এর প্রদীপ দেবনাথ মোহরছড়া বাজার থেকে মোহরছড়া স্কুল সংলগ্ন এলাকা দিয়ে যখন নিজ বাড়িতে যাচ্ছিলেন , তখন অভিযুক্ত সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথ প্রচন্ড গতিতে ওনার গাড়ি দিয়ে প্রদীপ বাবুকে আঘাত করে অনেকটা দূরে নিয়ে ফেলে দেয় বলে অভিযোগ।

পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা উদ্যোগী হয়ে আহত রক্তাক্ত সংজ্ঞাহীন প্রদীপ দেবনাথকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই গাড়ি চালক সুশান্ত গাড়িটাকে ঘটনাস্থলে রেখে চম্পট দেয়। এলাকাবাসীদের অভিযোগ সুশান্ত দেবনাথ মদমত্ত অবস্থায় ছিল। এই অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। দুর্ঘটনাস্থলে পড়ে থাকা উনার গাড়িতেও মদের বোতল পাওয়া গেছে। এদিকে সূত্র মারফত খবর পাওয়া গেছে স্থানীয় কিছু কিছু মাতব্বর গোছের শাসক দলীয় নেতাদের ম্যানেজ করে নাকি গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার কৌশল করছে সুশান্ত এবং তার পরিবার। যদিও এলাকাবাসীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।