ধর্মনগর, ২০ মে: কুর্তি গ্রামে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। বাড়ির পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর। ঘটনা কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ডেউবাড়ী ৩ নং ওয়ার্ড এলাকায়।
জানা গেছে জাকির হোসেনের তিন বছরের শিশুসন্তান জাহিদুল হোসেন সে সকালবেলা বাড়ির উঠোনে খেলাধুলা করছিল বলে বাড়ির লোকজনদের দাবি। হঠাৎ সকাল ১১ টার দিকে খবর আসে জাহিদুলের দেহ ভাসছে পাশের বাড়ির পুকুরের জলে। বাড়ির লোকজন ছুটে যান পুকুর পাড়ে ।জড়ো হন এলাকাবাসী। শিশুটির দেহ উদ্ধার করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডঃ বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ির লোকজন শিশুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন হাসপাতাল চত্বরেই।
পরবর্তী সময়ে ডঃ বিমল দাস কদমতলা থানায় খবর দিলে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনার স্থলে এসে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেন। পরে এদিনই ময়না তদন্তের পর শিশুটির মৃত দেহ সমঝে দেওয়া হয় পরিবার-পরিজনদের হাতে। অকালে একটি শিশুর প্রাণ চলে যাওয়াতে গোটা কুর্তি গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

