জাতীয় সড়কের খারাপ হওয়ার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা, মেরামতের দাবি

আগরতলা, ১৯ মে: জাতীয় সড়কের গুনগত মান খারাপ হওয়ার ফলে কলসীরমুখ এলাকায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা। জাতীয় সড়কটি দ্রুততার সহিত মেরামত করার দাবী জানিয়েছেন জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী সত্যজিত বিশ্বাস সহ অন্যান্যরা।

শান্তির বাজার মহকুমার কলসীরমুখ এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। জাতীয় সড়ক নির্মানকালে কাজের গুনগতমান খারাপ হবার ফলে প্রতিনিয়ত এইধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
বিগত কিছুদিন পূর্বে ওই জায়গায় দুর্ঘটনার স্বীকার হয় জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার ফলে জাতীয় সড়কের ওই জায়গা পরিদর্শনকরে জাতীয় সড়কটি দ্রুততার সহিত মেরামত করার দাবী জানান জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী সত্যজিত বিশ্বাস সহ অন্যান্যরা। সকলে চাইছে দুর্ঘটনা এরাতে অতিসত্বর জাতীয় সড়কের এই জায়গাটি মেরামত করা হোক। এখন দেখার বিষয় এলাকাবাসীর দাবী মেনে নিতে ও দুর্ঘটনা এরাতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।