নয়াদিল্লি, ১৯ মে: একটি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, উচ্চ আদালতের সকল বিচারপতি—অপার বিচারপতি সহ—সম্পূর্ণ পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধা পাওয়ার অধিকার রাখেন।
সর্বোচ্চ আদালত জানিয়েছে, উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতিদের প্রতি বছর ১৫ লক্ষ টাকা পেনশন হিসেবে প্রদান করা হবে। এই সুবিধা না দেওয়া হলে, তা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ‘সমতার অধিকার’-এর লঙ্ঘন বলে গণ্য হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি বি. আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ’র বেঞ্চ এই রায় দেন। আদালত স্পষ্ট করেছে যে, বিচারপতিদের নিয়োগ যেকোনো সময়ে হয়ে থাকুক, এবং তারা অপার (অস্থায়ী) বিচারপতি হিসেবেই অবসর গ্রহণ করে থাকুন অথবা পরে স্থায়ী নিয়োগ পেয়ে থাকুন—সকলেই পেনশন পাবেন।
আদালত আরও বলেছে, বিচারপতির পদমর্যাদা বা নিয়োগের সময়ের ভিত্তিতে কোনো পার্থক্য করা হলে তা মৌলিক অধিকারের পরিপন্থী হবে।
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, উচ্চ আদালতের যেসব অপার বিচারপতি প্রয়াত হয়েছেন, তাঁদের পরিবারগুলিও স্থায়ী বিচারপতিদের পরিবারের মতো একই ধরনের পেনশন ও অবসরকালীন সুবিধা পাবে।
2025-05-19

