সোনামুড়া, ১৮ মে: শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিএসএফ-এর লাঠির আঘাতে গুরুতর আহত হল এক স্কুল ছাত্র। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে শ্রীমন্তপুর স্থলবন্দর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। আহত ছাত্রের নাম ফয়সাল হোসেন।
জানা গেছে, বিএসএফ-এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমান্তের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে ফয়সাল। তখনই উপস্থিত বিএসএফ জওয়ানরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে। ছাত্রের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে সঙ্গে তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
আহত ছাত্রের পিতা জুলহাস মিয়া মৌশান জানান, ছেলে হঠাৎ করে সীমান্তে চলে গিয়েছিল, তবে এভাবে বেধরক মারধরের কোনও যুক্তি নেই। ঘটনাস্থলে ছুটে যান ছাত্রের পরিবারের সদস্যরাও।
এদিকে, আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা বিএসএফের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

