নয়াদিল্লি, ১৮ মে : অপারেশন সিন্ধূরের পটভূমিতে আন্তর্জাতিক মহলে ভারতের সন্ত্রাসবিরোধী অটল অবস্থান তুলে ধরতে কেন্দ্রীয় সরকার ৩২টি দেশে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠাবে। এই প্রতিনিধি দলগুলির মধ্যে মোট ৫৯ জন সংসদ সদস্য থাকবেন এবং প্রতিটি দলে থাকবেন একজন অবসরপ্রাপ্ত কূটনীতিকও।
সংসদীয় কার্যমন্ত্রী কিরেণ রিজিজু সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই উদ্যোগ অপারেশন সিন্ধূরের মাধ্যমে ভারতের সন্ত্রাসবাদবিরোধী একজোট সংকল্পের প্রতীক।
বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে: এই দল সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং আলজেরিয়া সফর করবে। দলের সদস্যদের মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি।
রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি ও ডেনমার্ক সফর করবে।
সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর যাবে। দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ও সিপিআই(এম)-এর জন ব্রিটাস।
শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে: সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, কঙ্গো ও সিয়েরা লিওন সফর করবে। প্রতিনিধি দলে রয়েছেন বিজেপির বংশুরী স্বরাজ ও বিজু জনতা দলের সস্মিত পাত্র।
শশী থারুরের নেতৃত্বে: এই দল আমেরিকা, পানামা, গায়ানা, ব্রাজিল ও কলম্বিয়া সফর করবে।
কানিমোঝি করুণানিধির নেতৃত্বে: স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া ও রাশিয়া সফর করবে এই দল।
সুপ্রিয়া সুলের নেতৃত্বে: মিশর, কাতার, ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকায় যাবে। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিজেপির রাজীব প্রতাপ রুডি ও অনুরাগ ঠাকুর এবং কংগ্রেসের মণীষ তিওয়ারি।
2025-05-18

