বিলোনিয়া, ১৭ই মে: আজ সকালে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্যমুখ ব্লকের গাবুর ছড়া এডিসি ভিলেজের যামিনী মজুমদার পাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হল দুটি বলদের। মৃত বলদ দুটি স্থানীয় কৃষক বিমল মজুমদারের।
ঘটনাটি ঘটে সকালে, যখন কৃষক বিমল মজুমদার ঘাস খাওয়ানোর জন্য বলদ দুটিকে মাঠে বেঁধে রাখেন। হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত। এক বজ্রাঘাতেই মাঠেই লুটিয়ে পড়ে বলদ দুটি।
এই আকস্মিক ঘটনায় বিমল মজুমদার মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, এই দুটি বলদ ছিল তার হালচাষের একমাত্র ভরসা ও সংসারের আয়ের মূল অবলম্বন। বলদ দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঋষ্যমুখ মণ্ডলের মণ্ডল সভাপতি নকুল পাল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন যে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তর ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

