গ্ৰীষ্মকালীন ক্রীড়া শিবিরের উদ্যোগে দক্ষিণ জেলা প্রশাসন, ২০ মে থেকে শুরু

বিলোনিয়া, ১৭ মে: ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন ছুটিকে ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে দক্ষিণ জেলা প্রশাসনের এক অভিনব পদক্ষেপ হিসেবে আগামী ২০ মে ২০২৫ থেকে শুরু হতে চলেছে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির। রাজ্যের মধ্যে এই প্রথমবারের মতো দক্ষিণ জেলা শাসকের উদ্যোগে জেলায় এই ধরনের ক্রীড়া শিবির আয়োজন করা হচ্ছে।

এই শিবির আয়োজনের মূল লক্ষ্য নেশামুক্ত ও বাল্যবিবাহ প্রথামুক্ত সমাজ গঠন, সেইসঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান। সহযোগিতায় রয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তর এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ।

শিবিরটি চলবে আগামী ৭ জুন ২০২৫ পর্যন্ত। দক্ষিণ জেলার অন্তর্গত প্রতিটি ব্লকের আওতাধীন মোট ৫৫টি স্থানে এই শিবির অনুষ্ঠিত হবে। প্রতিটি এলাকার যুবক-যুবতীদের চাহিদা ও আগ্রহ অনুসারে বিভিন্ন খেলায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

১১ থেকে ১৭ বছর বয়সসীমার যুবক-যুবতীরা এই শিবিরে অংশ নিতে পারবে। তবে কোনো ১১ বছরের কম বয়সী শিশু যদি কোনো খেলায় বিশেষ প্রতিভার পরিচয় দিয়ে থাকে, তবে তাকেও সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি।

ফুটবল, ভলিবল, কবাডি, খো-খো, ক্রিকেট সহ মোট ১৪টি ইভেন্টে প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে। শিবিরে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ক্রীড়া দপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে।

এই উপলক্ষে শনিবার সকাল সাড়ে এগারোটায় জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি ছাড়াও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা মিহির শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা প্রমোদ আচার্য এবং অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা প্রদীপ কে।

জেলা শাসক জানান, এই শিবির কেবল খেলাধুলার চর্চাকেই নয়, বরং যুবসমাজকে সঠিক দিশা দেখানোর অন্যতম মাধ্যম হিসেবেও কাজ করবে।