বেঙ্গালুরু, ১৭ মে: বেঙ্গালুরু শহরে এক মর্মান্তিক ও চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। মাত্র একটি সিগারেট আনার অনুরোধ ঘিরে বচসা, এবং তার জেরে এক সফটওয়্যার পেশাদারকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
নিহতের নাম এইচএন সঞ্জয় (২৯), বেঙ্গালুরুর ভজরাহল্লি এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম প্রতীক (৩১), যিনি রাজরাজেশ্বরী নগর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থার ম্যানেজার পদে কর্মরত।
ঘটনাটি ঘটে ১০ মে রাতে বেঙ্গালুরুর কনকপুরা রোডের বাসন্তপুরা ক্রস অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় তাঁর সহকর্মী চেতন পুজামঠ-এর সঙ্গে বাইকে চড়ে অফিস থেকে বাইরে বেরিয়েছিলেন সামান্য বিরতির জন্য।
সেই সময় প্রতীক তাঁর গাড়ি নিয়ে সেখানে আসেন এবং সঞ্জয়কে গাড়ি থেকে না নেমেই সিগারেট এনে দেওয়ার জন্য বলেন। সঞ্জয় এতে রাজি না হয়ে, তাঁর অহংকারী ও অলস আচরণের সমালোচনা করেন, যার ফলে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়।
পাশাপাশি থাকা স্থানীয়রা তখন হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। এরপর প্রতীক রাগে সেখান থেকে সরে গিয়ে গাড়িটি কিছুটা দূরে পার্ক করেন।
পুলিশ জানিয়েছে, কিছুক্ষণ পরে যখন সঞ্জয় ও চেতন বাইকে করে অফিসে ফিরছিলেন, তখন প্রতীক পেছন থেকে ইচ্ছাকৃতভাবে তাঁদের বাইকে ধাক্কা মারে। সঞ্জয় পাথরের ফুটপাতে মাথা আঘাত পেয়ে মারাত্মক জখম হন এবং পরে হাসপাতালে মারা যান। চেতনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় প্রতীক তাঁর স্ত্রীকে নিয়ে একটি পার্টি থেকে ফেরার পথে ছিলেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
সুব্রহ্মণ্যপুরা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই আরও তথ্য সামনে আসবে।
2025-05-17

