কাটনি(মধ্যপ্রদেশ), ১৭ মে : মধ্যপ্রদেশের কাটনি পুলিশ অনলাইন ক্রিকেট সাট্টা চালানো এক আন্তঃরাজ্য চক্রের সদস্যদের জালে তুলতে পেরেছে। এই চক্রের পাঁচ সদস্যকে মুম্বই থেকে এবং একজনকে কাটনি থেকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে ৫টি মোবাইল, ১টি ট্যাব, ১টি ল্যাপটপ, ৭টি ব্যাংক পাসবুক, ৩টি এটিএম কার্ড এবং ২টি রেজিস্টারে লেখা লক্ষাধিক টাকার হিসাব জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাটনি জেলার কিছু ব্যক্তি দেশ-বিদেশে বসে অনলাইনে অবৈধ ক্রিকেট সাট্টার সঙ্গে যুক্ত। কয়েকদিন আগে মাধবনগর থানা এলাকায় ৭ জন অভিযুক্তকে আটক করা হয়েছিল। এবার এই চক্রের আরও ৬ জন সদস্য ধরা পড়েছে, যার মধ্যে ৫ জনকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ১১ মে, যখন কাটনি বাসস্ট্যান্ডে পুলিশ ভারত মুলচাঁদানি নামের এক ব্যক্তিকে ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা দলের ম্যাচ চলাকালীন হান্টেরেক্স অ্যাপের মাধ্যমে সাট্টা খেলতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে।
জিজ্ঞাসাবাদে ভারত জানায়, মুম্বইয়ে বসে থাকা ভগবান ওরফে হরীশ পৃথ্যানি নামের এক ব্যক্তি তাকে সাট্টা খেলার আইডি সরবরাহ করেছিল। এরপর পুলিশ সুপার অভিজিৎ রঞ্জনের নির্দেশে কোতয়ালি থানা, সাইবার সেল এবং আরও পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করে মুম্বই পাঠানো হয়।
মুম্বইয়ের রাবোড়ি এলাকার একটি অভিজাত আবাসনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন হরীশ পৃথ্যানি (ভগবান), লাকি ওয়াধওয়ানি, মনীষ সাহু, প্রিয়াংশু জয়সওয়াল এবং রবি ওয়াধওয়ানি। এদের মধ্যে ৩ জন কাটনির, ১ জন শাহডোল এবং ১ জন নার্সিংহপুর জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ২০ লক্ষ টাকারও বেশি টাকার আর্থিক লেনদেনের তথ্য সহ বহু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সাট্টা অ্যাক্ট ধারা ৪-ক এবং ভারতীয় দণ্ডবিধির ৪৯ বি.এন.এস-এর অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেলা আদালতে পেশ করা হয়েছে। এই অভিযানে মধ্যপ্রদেশ পুলিশের সাইবার দক্ষতা এবং আন্তঃরাজ্য সমন্বয়ের কার্যকারিতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

