মোতিহারি, ১৭ মে: নির্বাচন কমিশনার ড. বিবেক জোশী আজ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনার উদ্দেশ্যে পূর্ব চম্পারণ জেলার সফরে আসেন। মোতিহারিতে তিনি ইভিএম-এর প্রথম পর্যায়ের পরীক্ষাপদ্ধতি প্রত্যক্ষ করেন এবং নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করেন।
সফরের সময় পূর্ব চম্পারণের জেলাশাসক সৌরভ জোরওয়াল ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়ালও আলোচনায় অংশ নেন।
ড. জোশীর বিহার সফরের আজ দ্বিতীয় দিন এবং এই সফর আগামী সোমবার সমাপ্ত হবে। আজ তাঁর পশ্চিম চম্পারণ জেলাতেও সফর করার কথা রয়েছে।

