আগরতলা, ১৭ মে : আজ অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর মোট ১৮ দফা দাবি ভিত্তিতে অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাসের নিকট এক ডেপুটেশন দেওয়া হয়েছে।
দৃষ্টিহীনদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শনিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অল ত্রিপুরা অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা নেতৃত্বে এক প্রতিনিধি দল দফতরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন।
দাবি সনদ প্রধানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক মিঠুন শাখা বলেন, গত বেশ কয়েক বছর ধরেই স্পেশাল ড্রাইভের মাধ্যমে দৃষ্টিহীনদের শূন্য পদ পূরণ করা হচ্ছে না। অবিলম্বে স্পেশাল ড্রাইভ এর মাধ্যমে দৃষ্টিহীনদের শূন্য পদ পূরণের জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। দৃষ্টিহীনদের ভাতা ২০০০ টাকা থেকে বাড়ি এ ৫ হাজার টাকা করার দাবি জানানো হয়। দৃষ্টিহীনদের পড়াশোনা করার জন্য রাজ্যে অবিলম্বে একটি ব্রেইল প্রেস স্থাপনের জোরালো দাবী জানিয়েছে সংগঠন। সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে কোন ব্রেইল প্রেশ না থাকার ফলে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের ব্রেইল প্রেস এর ওপর নির্ভর করতে হচ্ছে।
তাতে সময় মত বই না পাওয়ার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের। কেন্দ্রীয় সরকারের হারে রাজ্যের দৃষ্টিহীন সরকারি কর্মচারীদের বিশেষ ভাতা ছয় হাজার টাকা করে প্রদানের দাবি জানানো হয়েছে।

