সব ধরণের তৈরি পোশাক শুধু নাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানিতে অনুমতি
নয়াদিল্লি, ১৭ মে : বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক দপ্তর (ডিজিএফটি) আজ এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানির ক্ষেত্রে বন্দর-নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিজ্ঞপ্তি ক্রম ০৭/২০২৫-২৬ অনুযায়ী এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে ভারত হয়ে রপ্তানিকৃত ট্রানজিট পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাতে, ত্রিপুরায় বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও ভাঙ্গা পাথর ব্যতিত অন্য কোন পণ্য বাংলাদেশ থেকে আমদানি করা যাবে না।

