মথুরায় ৯০ জন বাংলাদেশি নাগরিক আটক

মথুরা, ১৭ মে : উত্তর প্রদেশের মথুরা জেলার নৌঝিল থানার অন্তর্গত খাজপুর গ্রামে একটি বড়সড় অভিযানে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, এমনটাই জানিয়েছেন উত্তর প্রদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, গ্রামীণ অঞ্চলে কাজ করা শ্রমিকদের পরিচয় ও বৈধতা যাচাইয়ের লক্ষ্যে এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তখন তাঁদের আটক করা হয়েছে।

তিনি জানান, “নৌঝিল থানা এলাকার খাজপুর গ্রামে অবস্থিত ইটভাটাগুলিতে তল্লাশির সময় ৯০ জন বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, ২৭ জন মহিলা এবং ২৮ জন শিশু রয়েছে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এসএসপি কুমার আরও বলেন, “জেরায় তারা জানিয়েছে, ৩-৪ মাস আগে তারা মথুরায় এসেছে। তার আগে তারা আশপাশের অন্য একটি রাজ্যে বসবাস করছিল। তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তার সাথে যুক্ত অন্যান্য সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে এবং তারাও তদন্তে যুক্ত হয়েছে।”

উল্লেখ্য, উত্তর প্রদেশ সরকার কিছুদিন আগে থেকেই বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর জন্য বিশেষ অভিযান শুরু করেছে। ইতোমধ্যেই বেআইনিভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের ওপর এখন একই ধরনের কড়া নজরদারি চালানো হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অনেক অনুপ্রবেশকারী ভিন্ন পরিচয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বসবাস করছেন। সব জেলার জেলা শাসক, সিনিয়র পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধেও অভিযান চলছে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের শতভাগ প্রত্যাবাসনের কাজ সফলভাবে সম্পন্ন করেছে উত্তর প্রদেশ, যা দেশের মধ্যে প্রথম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এই প্রত্যাবাসন প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন। উল্লেখযোগ্য যে, সম্প্রতি দেশের আরও কয়েকটি রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনুরূপ অভিযান শুরু হয়েছে।