সিকিমে আজ ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

গ্যাংটক, ১৬ মে : সিকিম আজ তার ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এই উপলক্ষে রাজধানী গ্যাংটকে নানা ধরনের অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সিক্কিমের স্বর্ণ জয়ন্তী উপলক্ষে সরকার মানসিক স্বাস্থ্য, পর্যটন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং লোকসাহিত্য সংক্রান্ত বিভিন্ন নতুন উদ্যোগ শুরু করেছে।

রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তাঁদের সরকারি বার্তায় সিক্কিমের উল্লেখযোগ্য পরিবর্তনের প্রশংসা করেছেন। তাঁরা ঐক্য, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যতের আহ্বান জানিয়েছেন।