গ্যাংটক, ১৬ মে : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিক্কিমের রাজ্য দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি মুর্মু সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেছেন, সিক্কিম তার অপরিমেয় প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতার জন্য প্রসিদ্ধ। তিনি উল্লেখ করেন, পরিবেশ সচেতনতার দিক থেকে সিক্কিম ভারতের অন্যতম অগ্রণী রাজ্য হিসেবে টেকসই উন্নয়নের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যে সুশৃঙ্খল সহাবস্থান রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, সিক্কিম শান্ত সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও পরিশ্রমী মানুষের প্রতীক। তিনি বলেন, রাজ্যটি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। মোদী উল্লেখ করেন, এই বছরটি আরও বিশেষ কারণ এটি সিক্কিমের ভারতীয় রাজ্য হিসেবে প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। তিনি রাজ্যবাসীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

