আগরতলা, ১৬ মে : নিজ ঘরে এক যুবককের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম স্মরণীতে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।
এবিষয়ে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, তাদের কাছে খবর আসে ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম স্মরণীতে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে তাঁরা ছুটে গিয়েছে। যুবকটির পরিচয় পাওয়া যায়। তার নাম সপ্তর্ষি পুরকায়স্থ, বয়স ১৬, পিতা সুকমল পুরকায়স্থ।
পুলিশ আধিকারিক আরও জানান, আত্মহত্যার রহস্য উন্মোচন করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও আনা হয়েছিল। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর বেরিয়ে আসবে প্রকৃত কারণ।
এালকাবাসীরা জানিয়েছেন, সপ্তর্ষি পুরকায়স্থ পানিসাগরে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দুদিন পূর্বে তার ফলাফল ঘোষণা হয়। সপ্তর্ষি ৮১ শতাংশ এবং তিনটি বিষয়ে লেটার মার্কস পেয়ে পাশ করে। কিন্তু কি কারনে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তর্ষি পুরকায়স্থ সেটাই এখন তদন্ত সাপেক্ষ।

