সামাজিক মাধ্যমে ভারত বিরোধী মন্তব্যের পোস্ট শেয়ার করার অপরাধে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মে:
সামাজিক মাধ্যমে ভারত বিরোধী মন্তব্যের পোস্ট শেয়ার করার অপরাধে গ্রেপ্তার হলো এক যুবক।

ধর্মনগর থানার পুলিশ আধিকারিকের কাছ থেকে এই সম্পর্কে জানা যায়, বিগত ২৫ এপ্রিল ধর্মনগর থানা রোডের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা রেজিস্টার হয় ধর্মনগর থানায়। উনার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারত বিরোধী একটি মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। সেই মন্তব্যটি বিশ্বজিৎ বিশ্বাস সামাজিক মাধ্যমে শেয়ার করে। সেই শেয়ার করার পরিপ্রেক্ষিতে ধর্মনগরের স্থানীয় কিছু যুবক ভারত বিরোধী মন্তব্য শেয়ার করার অপরাধে থানায় মামলা করায় ধর্মনগর থানা কর্তৃপক্ষ বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে মামলা গ্রহণ করে। পরবর্তীতে আজ বিশ্বজিৎ বিশ্বাসকে ধর্মনগর থানা রোডের উনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ আধিকারিক।
______