নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে:
২০৮ নং জাতীয় সড়কের চলুবাড়ী পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিন বাইক ও অটোর সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে ধলাই জেলার কুলাই হাসপাতালে।
কমলপুর মহকুমায় যান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন মহকুমার বিভিন্ন জায়গায় ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টা নাগাদ ফের কমলপুরের মানিক ভান্ডার–কুমারঘাট ২০৮ নং জাতীয় সড়কের চলুবাড়ী পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাইক ও টিও অটো’র সংঘর্ষে এক টিও আরোহী গুরুতর আহত হন। আহত যাত্রীর নাম বিজয় দেববর্মা বয়স (২৪)। আহত যুবকের বাড়ি কমলপুর থানার ধনচন্দ্র পাড়া এডিসি ভিলেজে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক তাকে ধলাই জেলার কুলাই হাসপাতাল রেফার করেন। ব্যুরো রিপোর্ট বিটিভি নিউজ।

