নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ মে:
নিজ ঘরে থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম সরণীতে। এ সম্পর্কে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, তাদের কাছে একটি খবর আসে ধর্মনগর মহকুমার জেলরোডের ক্ষুদিরাম সরণীতে এক নাবালক ফাঁসিতে আত্মহত্যা করে। সাথে সাথে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের নাম সপ্তর্ষি পুরকায়স্থ(১৬), পিতা সুকমল পুরকায়স্থ।

পুলিশ আধিকারিক জানান, আত্মহত্যার রহস্য উন্মোচন করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও আনা হয়েছিল। পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর বেরিয়ে আসবে প্রকৃত কারণ। এখানে উল্লেখ্য যে, সপ্তর্ষি পুরকায়স্থ পানিসাগরে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, দুদিন পূর্বে তার ফলাফল ঘোষণা হয়। সপ্তর্ষি ৮১% এবং তিনটি বিষয়ে লেটার মার্কস পেয়ে পাশ করে। কিন্তু কি কারনে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তর্ষি পুরকায়স্থ সেটাই এখন তদন্ত সাপেক্ষ।