উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনায় দুই দিনের সফরে আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান, অংশ নেবেন তিরঙ্গা যাত্রায়

আগরতলা, ১৪ মে : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান ১৫ থেকে ১৬ মে পর্যন্ত দুই দিনের সরকারি সফরে আগরতলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় আসছেন।

এই সফরের সময় তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে জেলা স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বিলোনিয়া মহকুমা হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্তর্ভুক্ত দায়িত্বের অংশ হিসেবে তিনি বিলোনিয়া আকাশবাণী কেন্দ্রও পরিদর্শন করবেন।

সফরের দ্বিতীয় দিনে ড. মুরুগান বিলোনিয়ায় অনুষ্ঠিতব্য তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি পশ্চিম জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুধীর সরকার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে সেবাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং মনুবাজার সিএলএফ-এর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

মন্ত্রী এরপর সুকান্ত পল্লি গ্রাম পঞ্চায়েতের সবুজ সাথী ছাগল প্রজনন গোষ্ঠী পরিদর্শন করবেন। সফরের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী এলাকার সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রত্যক্ষ নজরদারি করবেন বলে জানা গেছে।