নয়াদিল্লী, ১৪ মে : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তর-পূর্বাঞ্চলে তিন দিনের সফরে রওনা হবেন।১৫ মে ২০২৫ থেকে ১৭ ই মে পর্যন্ত এই সরকারি সফরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং অসম, মিজোরাম ও নাগাল্যান্ড সফর করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
এই সফরকালে শ্রী চৌহান কৃষি, উদ্যানপালন, পশুপালন এবং গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন এবং প্রকল্পগুলির উদ্বোধন করবেন।তিনি কৃষক এবং স্থানীয় অংশীদারদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করবেন।এই সময়ে তিনি ২৯ শে মে থেকে শুরু হওয়া দেশব্যাপী ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান “-এ রাজ্যগুলির অংশগ্রহণ নিয়েও আলোচনা করবেন।
১৫ ই মে তাঁর সফরের প্রথম দিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান মিজোরামের থেনজল-এ কৃষি কলেজের প্রশাসনিক ও শিক্ষামূলক ভবনের উদ্বোধন করবেন এবং একটি চারা রোপণ করবেন।পরে বিকেলে, তিনি নাগাল্যান্ডের জালুকিতে পশুচিকিৎসা বিজ্ঞান ও পশুপালন মহাবিদ্যালয়ের (সিভিএসসি ও এএইচ)প্রশাসনিক ও শিক্ষামূলক ভবনের উদ্বোধন করবেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিনে ১৬ ই মে মন্ত্রী শ্রী শিবরাজ সিং অসমের কাজিরাঙ্গায় কৃষি মন্ত্রী এবং আঞ্চলিক সাংসদ সহ স্থানীয় অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের তৃতীয় ও শেষ দিনে অর্থাৎ ১৭ ই মে শ্রী শিবরাজ সিং চৌহান গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) সম্পর্কিত রাজ্য স্তরের কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি মা কামাখ্যা দেবী মন্দিরে পুজো দেবেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং-এর এই সফর উত্তর-পূর্ব ভারতের, বিশেষ করে কৃষি, উদ্যানপালন, পশুপালন এবং গ্রামীণ জীবিকা নির্বাহের ক্ষেত্রে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

