নয়াদিল্লি, ১৪ মে – জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) একটি দুই সপ্তাহব্যাপী অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ কর্মসূচির সূচনা করেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮০ জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হয়েছে। প্রাপ্ত ১,৭৯৫টি আবেদনপত্রের মধ্য থেকে এই শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে।
এই ইন্টার্নশিপ কর্মসূচির মূল লক্ষ্য হল—দেশে মানবাধিকার প্রচার এবং সংরক্ষণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে একটি বিস্তৃত ও সুসংগঠিত ধারণা গড়ে তোলা।
এনএইচআরসির মহাসচিব ভারত লাল এই উপলক্ষে বলেন, “ভারতের প্রাচীনতম সভ্যতার সহানুভূতি, করুণা এবং ন্যায়বোধের মূলনীতিগুলির পথপ্রদর্শক হলেন আমাদের তরুণ প্রজন্ম।”
তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যেন ন্যায়, সমতা ও মর্যাদার প্রতিনিধি হিসেবে সমাজে কাজ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন, এই ইন্টার্নশিপের সুযোগকে কাজে লাগিয়ে তারা যেন ভারতের সংবিধানিক কাঠামো ও মানবাধিকার সম্পর্কিত বিষয়ে আরও গভীরভাবে জানতে এবং সবার মর্যাদার জন্য কাজ করতে এগিয়ে আসেন।
এই কর্মসূচি এনএইচআরসির তরফ থেকে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা ও অংশগ্রহণমূলক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

