দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হচ্ছে, আন্দামান-নিকোবর সহ একাধিক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

নয়াদিল্লি, ১৩ মে: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (মনসুন) বঙ্গোপসাগরের দক্ষিণাংশ, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশের দিকে অগ্রসর হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগের দুই দিনও একই ধরনের বৃষ্টির প্রবণতা দেখা গেছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন পর্যন্ত মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য পরিবেশ অনুকূল রয়েছে। এটি দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ, কুমোরিন অঞ্চল, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হতে পারে।
আজ মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি, নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, অভ্যন্তরীণ কর্ণাটক, কেরল, মাহে, রায়াল সীমা, পশ্চিমবঙ্গের উপ-হিমালয় অঞ্চল এবং সিক্কিমের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, কোকণ ও গোয়ায় আগামীকাল পর্যন্ত এবং মধ্য মহারাষ্ট্র ও মারাঠওয়াড়ায় আগামী তিন দিন বজ্রপাত, দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ও উপ-হিমালয় অঞ্চল এবং ঝাড়খণ্ডে আগামী দুই দিনের মধ্যে বিভিন্ন স্থানে তাপপ্রবাহ (লু) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্কতা জারি করেছে অধিদপ্তর।