রাতের আঁধারে দোকানে চুরি, থানায় মামলা

কৈলাসহর, ১৩ মে : কৈলাসহর পাখিরবাদা ৬নং ওয়ার্ড এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চোরেরা। কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অচিন্ত্য দেব নামে এক যুবকের দোকান রয়েছে। অভিযোগ বিগত কয়েক মাস পূর্বে চোরেরা উক্ত দোকানটিতে চুরি করার চেষ্টা করে। কিন্তু চোরেরা তখন চুরি করতে পারেনি।

সোমবার গভীর রাতে দোকানের দরজার তালা ভেঙ্গে দোকানের ভেতর চোরেরা প্রবেশ করে দোকানে থাকা সামগ্রী সহ নগদ অর্থ হাতিয়ে নেয়। আনুমানিক ১৬-১৭ হাজার টাকা ক্ষতি হয়েছে দোকান মালিকের। দোকান মালিক অচিন্ত্য দেব জানান প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলাও উনার দোকানটি বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালবেলা এসে তিনি দেখতে পান যে উনার দোকানের তালা ভাঙ্গা এবং দোকানের ভেতর তিনি প্রবেশ করে দেখতে পান যে দোকানে থাকা জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন উনার আর বুঝতে অসুবিধা হয়নি যে উনার দোকানে চোরেরা থাবা বসিয়েছে। এরপর স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয়। তিনি উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।