জোলাইবাড়ী থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুনগতমান নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৩ মে : জোলাইবাড়ী থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুনগতমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অভিযোগ, সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকেদার নিজ খুশি মতো রাস্তা নির্মান করে গেছে।

রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী মাধ্যমে জোলাইবাড়ী থেকে বিলোনিয়া যাতায়তের জন্য জাতীয় সড়ক নির্মাণ করা হয়। এই জাতীয় সড়ক নির্মানের সময় থেকে রাস্তার গুনগত মান নিয়ে সাধারন অংশের লোকজনেরা আন্দোলন করে গেছে। সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকেদার নিজ খুশি মতো রাস্তা নির্মান করে গেছে বলে অভিযোগ। এই রাস্তা নির্মানের এক বছর শেষ হতে না হতে রাস্তার বিভিন্ন জায়গা গর্তে পরিপূর্ন হয়ে রয়েছে। বর্তমান সময়ে রাস্তা মেরামতের কাজ চলছে। কোনো প্রকার সতর্কবার্তা প্রদান না করে মাঝ রাস্তায় বিভিন্ন জায়গায় মেরামতির কাজ করা হচ্ছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেযাচ্ছে। এরইমধ্যে পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা তথা উচ্ছাস সামাজিক সংস্থার কর্নধার মিঠুন দত্ত গতকাল রাতে রাস্তার খাঁদে পরে গিয়ে আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় সে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা পায়। মঙ্গলবার রাস্তার গুনগতমান নিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয় মিঠুন দত্ত।

জোলাইবাড়ী থেকে বিলোনিয়া বিকল্প জাতীয় সড়ক নির্মান কাজের বিভিন্ন দিকগুলো দেখারজন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তেরর মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষন করেন। মিঠুন দত্ত জানান, জোলাইবাড়ীবাসীর উন্নয়ন স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে মন্ত্রীরা যেন সঠিক পদক্ষেপ গ্রহন করে।