ক্ষুব্ধ গ্রামবাসীদের কাছ থেকে দুই মাসের সময় চাইলেন পোল্ট্রি ফার্মের মালিক

আগরতলা,১৩ মে: পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসীরা। অবশেষে বাধ্য হয়ে ক্ষুব্ধ গ্রামবাসী পোল্ট্রি ফার্মে হানা দেয়। গ্রামবাসীর কাছ থেকে এক মাসের সময় চেয়ে নিলেন পোল্ট্রি ফার্মের মালিক তথা চড়িলাম এলাকার প্রভাবশালী ব্যবসায়ী স্বপন দেবনাথ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দক্ষিণ চড়িলাম চৌমুহনি পাড়া এলাকায় স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে পোল্ট্রি ফার্মের সামনে ছুটে গিয়েছেন এবং মালিক স্বপন দেবনাথ কে ঘেরাও করেন। গ্রামবাসীরা স্বপন দেবনাথের কাছে পোল্ট্রি ফার্মের কারণে এলাকার মানুষের কি পরিমান দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরেন।

গ্রামবাসীরা ফার্মের মালিককে বলেন, পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসীদের জীবন। ঘরের মধ্যে বসে কথা বলা যাচ্ছে না। মুখে রুমাল দিয়ে কথা বলতে হচ্ছে। ঘরের মধ্যে মশারি টাঙিয়ে ভাত খেতে হচ্ছে। শিশুদেরকে ২৪ ঘন্টা দরজা বন্ধ করে ঘরে রাখতে হচ্ছে। মাছির যন্ত্রণায়। গ্রামের কোন অনুষ্ঠানে নিমন্ত্রিতরা আসতে চায় না। নিমন্ত্রিতরা বাড়িতে আসলেও মাছির যন্ত্রণায় না খেয়ে ফিরে যায়। দুর্বিষহ হয়ে উঠেছে গোটা গ্রামের মানুষের জীবন। দুর্গন্ধ এবং মাছি বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য মঙ্গলবার সকালে গ্রামের প্রায় ২০০ জন মানুষ একত্রিত হয়ে পোল্ট্রি ফার্মের কাছে ছুটে এসে ফার্মের মালিক স্বপন দেবনাথকে ঘেরাও করে একের পর এক প্রশ্ন করতে থাকেন। বাধ্য হয়ে ফার্মের মালিক স্বপন দেবনাথ গ্রামবাসীদের কাছে এক মাসের সময় চেয়েছেন।

তিনি গ্রামবাসীদেরকে বলেন, অতি দ্রুত তিনি দুর্গন্ধ এবং মাছির উপদ্রব বন্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি পাঞ্জাব থেকে একটি অত্যাধুনিক মেশিন এনেছেন। প্রতিদিন ফার্মে সকাল এবং বিকালে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। দুইবার স্প্রে করা হবে। এবং পোল্ট্রি ফার্ম এর লেয়ার মুরগির লেদা গুলোকে ড্রেন করে একটি ট্যাংকির মধ্যে নিয়ে যাওয়া হবে।